মাথা ব্যাথার হোমিওপ্যাথিক চিকিৎসা

মাথা ব্যাথার হোমিওপ্যাথি চিকিৎসা

বেশিরভাগ মানুষ যতটা ভেবে থাকেন, মাথা ব্যাথার যন্ত্রণা তার চেয়ে জটিলরুপ নিতে পারে। বিভিন্ন কারণে বিভিন্ন ধরণের মাথা ব্যাথা হতে পারে।

কোষ্ঠকাঠিন্য, ঠাণ্ডা লাগা, মাথায় বেশী রক্ত উঠে যাওয়া, রাত জাগা, বদহজম, স্নায়ুর দুর্বলতা প্রভৃতি কারণে এ রােগ হয়। সঠিক কারণ অনুসন্ধান করে ঔষুধ প্রয়োগে দ্রুতই মাথা ব্যাথার উপশম হয়।

মাথা ব্যাথার ধরণঃ

  • মাইগ্রেন জনিত মাথা ব্যাথা
  • সাইনাসের সমস্যা জনিত মাথা ব্যাথা
  • মানসিক দুশ্চিন্তা জনিত মাথা ব্যাথা
  • হরমোনের প্রবলেম জনিত মাথা ব্যাথা
  • সার্ভিকোজেনিক মাথাব্যথা (সারভিকাল মেরুদণ্ড সম্পর্কিত)
  • মাথা ব্যাথা রিবাউন্ড
  • ক্লাস্টার মাথাব্যথা

মাথা ব্যাথার হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

হোমিওপ্যাথি রোগের নয়, রোগীর চিকিৎসা করে। তাই মাথা ব্যাথার লক্ষণ অনুযায়ী ঔষুধ নির্বাচন করে সেবন করলে মাথা ব্যাথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হোমিওপ্যাথি ঔষুধ সমন্ধে ভাল জ্ঞান না থাকলে ভাল ফল পাওয়া যায় না। তাই মাথা ব্যাথাকে ছোট রোগ ভেবে অবহেলা করা উচিত নয়। একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষুধ সেবন করা উচিত।

নিম্নে কয়েকটি লক্ষণ অনুযায়ী ঔষুধ উল্লেখ করা হইল-

  • মাথার মধ্যে সব সময় দপদপ করে, চোখে আলাে সহ্য হয় না, মাথার ডানদিতে, বেশী বেদনা, এসব লক্ষণ থাকলে-বেলেডােনা ৩X
  • মাথা দপদপ, কান ভো, মুছা, দুর্বলতা প্রভৃতি লক্ষণে—চায়না ৬X
  • নড়াচড়া করলে মাথায় যায়? হয়, চোখ দুটো টন-টন করে, রগ ও কপাল সেঁটে ধরে আছে মনে হয়, মাথা ভারী হয়ে থাকে, এসব লক্ষণ থাকলে—অ্যাকোনাইট ৩X
  • মাথা নীচু করলে যন্ত্রণা বেশী হয়, তেতাে বা টক বমি, পায়খানা হয় না বা খুব সামান্য হয়, যন্ত্রণায় মাথা ফেটে যাবে মনে হয়, এসব লক্ষণে – ব্রায়ােনিয়া ৬X
  • যন্ত্রণায় রােগী অস্থির হয়ে পড়ে, এমনকি দেয়ালে মাথা খুঁড়তে থাকে, পাগলের মতাে যা তা বকতে শুরু করে প্রভৃতি লক্ষণে—মেল্লিলােটাস ৪X বা ১X। ৩০ মিনিট অন্তর ওষুধ খাওয়াতে হবে।
  • অতিরিক্ত মদ্যপান বা অন্য কোনাে নেশা করার জন্য মাথা ধরলে, রাত জাগার জন্য মাথা ধরলে, ঘুম না হবার জন্য মাথা ধরলে –নাক্সভমিকা ৩X
  • গুরুপাক আহার গ্রহণের জন্য মাথা ধরলে—পালসেটিলা ৬X
  • কপালের অর্ধেক অংশে মাথা ধরে ও বেদনা হয়, কপাল ছিড়ে পড়বে মনে হয়, ভােরবেলা থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড যন্ত্রণা হয় তারপর আস্তে আস্তে যন্ত্রণা কমতে থাকে, সন্ধ্যায় বেদনা-যন্ত্রণা কম থাকে বা একেবারেই থাকে না, এ রকম লক্ষণ দেখলে –স্যাঙ্গুইনেরিয়া ১২X বা স্পাইজিলিয়া ৬X
শেয়ার করে ভালবাসা দেখান

2 Replies to “মাথা ব্যাথার হোমিওপ্যাথিক চিকিৎসা”

Leave a Reply