স্মৃতিশক্তি হ্রাস রােগের চিকিৎসা

স্মৃতিশক্তি হ্রাস রােগের চিকিৎসা

মাথায় অধিক রক্ত-সঞ্চয়, কঠিন রােগভােগ, প্রচণ্ড আঘাত পাওয়া, শরীরের রস-রক্ত কমে যাওয়া প্রভৃতি কারণে স্মৃতিশক্তি হ্রাস পায়। অধিক দিন বিনা চিকিৎসায় থাকার ফলে স্মৃতিশক্তি লােপ পেতে পারে। প্রথম থেকেই এ রােগের চিকিৎসা করা দরকার। প্রথমে অনুসন্ধান করে জানতে হবে রােগটার উৎস কোথায় অর্থাৎ কেন এ রােগ হলাে। কারণ জানতে পারলে লক্ষণ মিলিয়ে ওষুধ খাওয়ালেই রােগ সেরে যাবে—রােগীর স্মৃতিশক্তি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

হোমিওপ্যাথিক ঔষুধ

  • দীর্ঘদিন রােগভােগের কারণে এমন হলে—অ্যাডেনা ।
  • সর্দি হবার পর যদি এমন হয় তাহলে কার্বোভেজ ৩০। এক্ষেত্রে রাসটক্স ওষুধটিও দেওয়া চলে।
  • মাথায় আঘাত লাগার কারণে এমন হলে—আর্নিকা ৩।
  • মাথায় অধিক রক্ত-সঞ্চয়ের কারণে এমন অবস্থা হলে–বেলেডােনা ৬ বা অ্যাকোনাইট ৩।
  • শরীরের রস রক্ত কমে যাওয়ার কারণে এমন হলেঅ্যাসিড-ফস ৬, ল্যাকেসিস ৬, চায়না ৩। যে-কোনাে একটি ওষুধ খাওয়ালে উপকার আশা করা যায়। 
শেয়ার করে ভালবাসা দেখান

One Reply to “স্মৃতিশক্তি হ্রাস রােগের চিকিৎসা”

Leave a Reply