জল বসন্ত (Chicken Pox) ও হোমিওপ্যাথি

জল বসন্ত (Chicken Pox) ও হোমিওপ্যাথি

জল বসন্ত আসল বসন্তের মতাে ভয়ানক নয়। বালক বা শিশুদেরই সাধারণতঃ এ রােগ হয়ে থাকে। উচু ঢিবির মতাে সুঁচালাে ধরনের গুটি দেখেই পানি বসন্ত চেনা যায়।

বেশীদিন ভুগতেও হয় না আসল বসন্তের মতাে। ৬/৭ দিনের মধ্যেই শুকিয়ে যায়। প্রথমে অল্প জ্বর হয়, তারপর গুটি বের হতে শুরু করে। ৩/৪ দিন বাদেই গুটিতে জল জমে ওঠে এবং কতকটা ফোস্কার মতাে দেখা যায় । 

জল বসন্ত রোগের হোমিওপ্যাথি চিকিৎসাঃ

একোনাইট ন্যাপ (Aconite Nap):

রােগের প্রথমাবস্থায় গায়ে ভীষণ জ্বর, গাত্র শুষ্ক, শীরপীড়া, নাড়ি দ্রুত, অস্থিরতা, মৃত্যু ভয় ইত্যাদি লক্ষণ জ্বরের প্রথমাবস্থায় ইহা ব্যবহার হয়।

সেবন বিধিঃ– শক্তি 3x একঘন্টা অন্তর।।

রাস টক্স (Rhus Tox):

জলবসন্তে অধিক ব্যবহারকারী। জলপূর্ণ গুটিকা জ্বর, গাত্র বেদনা, ছটফটানি এই সমস্ত লক্ষণে ইহা ব্যবহৃত হয়। সেবন বিধিঃ- শক্তি 6 বা 30 দুই তিনঘন্টা অন্তর।

সারাসিনিয়া (Sarracenia):

সর্ব প্রকার বসন্তে এই ঔষধটি উপযােগী। প্রথম অবস্থায় ব্যবহার করিলে বসন্তের গুটি শীঘ্র বাহির হইয়া যায়। দ্বিতীয়বস্থায় ব্যবহার করিলে ত্বকে গর্ত হয় না। শেষ অবস্থায় ব্যবহার করিলে গুটির ঘা শুকাইয়া যায়। এটি বসন্ত রোগের প্রতিশোধকও। বসন্তরোগে আক্রান্ত আসেপাশের সুস্থ মানুষকে প্রতি সাপ্তাহে ১-২ ডোজ অথবা ১৫ দিন অন্তর অন্তর ১-২ ডোজ খাওয়ানো হয়। তাহলে আর আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে না।

সেবন বিধিঃ – শক্তি 2, ২-৩ ফোটা সামান্য জলের সঙ্গে প্রত্যহ তিন চারবার। 3x বা 6 ও উপকারী।

এন্টিম টার্ট (Antim Tart):

বসন্তের গুটি সম্পূর্ণ বাহির না হইয়া ঠান্ডা জ্বর, কাশি, গলায়। সাই সাই, ঘড় ঘড় শব্দ। শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণে ইহা উপকারী।

সেবন বিধিঃ– শক্তি 3x বা 6 দুইঘন্টা অন্তর ব্যবস্থয়।। 

এপিস মেল (Apis Mel):

বসন্তের গুটিতে চুলকানি হইলে ইহ্য উপকারী।

সেবন বিধিঃ শক্তি 6 বা 30 দিনে তিনমাত্রা। অনেক রােগীতে আরোগ্য হইতে দেখিয়াছি।

ম্যালেড্রিনাম (Malandrinum):

ইহা বসন্তের প্রতিষেধক ঔষধ সেবন বিধি ৫ শক্তি 200 তিনদিন পর একমাত্রা সকালে খালি পেটে । 

বাইওকেমিক চিকিৎসাঃ

ফেরাম ফস (Ferrum Phos):-

বসন্তের প্রথমাবস্থায় জ্বর, গাত্র বেদনায় ইহা উপযােগী। বসন্তের গুটি বাহির হইতে আরম্ভ হইলে উক্ত ঔষধের সঙ্গে ক্যালি মিউর পর্যায়ক্রমে ব্যবহারে উক্ত পীড়া আরােগ্য হয়।

সেবন বিধিঃ– শক্তি 6x ১-৪ বড়ি একমাত্রা (বয়স অনুপাতে) তিনঘন্টা অন্তর।

ক্যালি সালফ (Kali Sulph):

বসন্তের গুটি উঠিতে বিলম্ব হইলে কিংবা কিছু উঠিয়া আর উঠিলে অর্থাৎ বসিয়া গেলে ক্যালি সালফ সেবনে গুটি বাহির হয়।

সেবন বিধিঃ

শক্তি 12x ১-৪ বড়ি একমাত্রা (বয়স অনুপাতে) দিনে চারবার।

ক্যালকেরিয়া সালফ (Calcaria Sulph):

বসন্তের গুটি তিভরে পুঁজ উপরে মামড়ি এই সময় ইহা প্রয়ােগ করিলে বসন্তের ক্ষত খুব শীঘ্রই শুকাইয়া যায়।

সেবন বিধিঃ – শক্তি 12x হইতে উচ্চশক্তি ১-৪ বড়ি একমাত্রা (বয়স অনুপাতে) দিনে তিনবার। 

আনুষঙ্গিক চিকিৎসাঃ

এ রােগের আনুষঙ্গিক চিকিৎসা করতে হবে আসল বসন্তের মতােই। রােগটায় বেশী কষ্ট হয় না বলে উপেক্ষা করা ঠিক নয়। কেউটে সাপের বাচ্চা হলেও যেমন তা কেউটে সাপই, তেমনি পানি বসন্ত বেশী কষ্টদায়ক না হলেও বসন্ত তাে বটে। সুতরাং এরও যথাযথ আনুষঙ্গিক চিকিৎসা করা প্রয়ােজন।

শেয়ার করে ভালবাসা দেখান

Leave a Reply