সন্ন্যাস রােগের চিকিৎসা

সন্ন্যাস রােগের চিকিৎসা

সন্ন্যাস রােগের চিকিৎসা আগে এ রোগের উৎপত্তি ও লক্ষণ জানা জরুরী। শরীরে রসরক্ত কম হলে, মাথায় জল জমলে, মাথায় রক্ত উঠলে এ রােগ দেখা দেয়। অজ্ঞান হয়ে পড়া, নাড়ী দ্রুত হওয়া, চোখের তারা একটি ছােট ও একটি বড় হওয়া, আক্ষেপ, বমি-বমি ভাব প্রভৃতি লক্ষণ দেখা দেয়।

সন্ন্যাস রােগ হলে রােগীর উত্তেজনা বাড়ে এমন কিছু করা উচিত নয়। রােদের তাপ ও আগুনের তাপ থেকে সাবধান থাকতে হবে। নিয়মিত স্নান খাওয়া-ঘুম হওয়া দরকার। মদ্যপান, উত্তেজক খাদ্য গ্রহণ করা অনুচিত। হাত পা ঠাণ্ডা হয়ে গেলে গরম জলের সেঁক দিতে হবে। রােগী মূছা গেলে সেখানে ভিড় করা উচিত নয়। রােগীর পরনের কাপড় আলগা করে দিতে হবে। যাতে গায়ে ও মাথায় ভালােভাবে হাওয়া লাগে তার ব্যবস্থা করা দরকার। মূৰ্ছাকালে মাথায় জলপটি দিলে বা বরফপূর্ণ আইসব্যাগ চাপিয়ে রাখলে উপকার হয়।

সন্ন্যাস রােগের চিকিৎসা

লক্ষণ অনুযায়ী কয়েকটি হোমিওপ্যাথিক ঔষুধ

  • হঠাৎ চিৎকার করে পড়ে যাওয়া, অজ্ঞান হওয়া, খিঁচুনি প্রভৃতি লক্ষণে—হায়ােসায়েমাস ৩X
  • অজ্ঞান, আক্ষেপ, চোখের তারা ছােট বড় হওয়া, বাক্‌রােধ, মুখ একদিকে আড়ষ্ট হয়ে পড়া প্রভৃতি লক্ষণে—বেলেডােনা ৩X
  • রাত জাগা বা মদ্যপান-জনিত কারণে এ রােগ হলে –নাক্সভমিকা ১X
  • মূৰ্ছা বা গাঢ় তন্দ্রা-ভাব, শ্বাস-প্রশ্বাসে শব্দ, মুখের রঙ লাল হয়ে ওঠা, হাত-পা ঠাণ্ডা প্রভৃতি লক্ষণে—ওপিয়াম ৬X
  • প্রতি ঘন্টায় ১ ফোটা করে খাওয়ানাে দরকার। এ রােগের শ্রেষ্ঠ ওষুধ—লরােসিরেসাস ১X। 

মৃগী, হিষ্টিরিয়া ও সন্ন্যাস রােগের পার্থক্য –

০ মৃগী রােগী সম্পূর্ণ জ্ঞান হারায়, কিন্তু হিষ্টিরিয়া রােগী সম্পূর্ণভাবে অজ্ঞান হয় না।

০ মৃগী রােগীর অবিরত আক্ষেপ থাকে, কিন্তু সন্ন্যাস রােগীর তা থাকে না।।

০ সন্ন্যাস রােগীর শ্বাস-প্রশ্বাসে শব্দ থাকে, কিন্তু মৃগী রােগীর তা থাকে 

শেয়ার করে ভালবাসা দেখান

2 Replies to “সন্ন্যাস রােগের চিকিৎসা”

Leave a Reply