স্বামী সহবাসে কষ্ট, অনিচ্ছা বা রক্তস্রাব রােগের হোমিওপ্যাথিক চিকিৎসা

স্বামী সহবাসে কষ্ট, অনিচ্ছা বা রক্তস্রাব রােগের হোমিওপ্যাথিক চিকিৎসা

হোমিওপ্যাথিক চিকিৎসা করিতে রোগের কারণ জানা প্রয়োজন।

যােনি স্পর্শ করিলেই যােনিদ্বার সংকুচিত হইয়া অতিশয় যন্ত্রণা হয়। স্বামী সহবাস একেবারে অসম্ভব হইয়া পড়ে কিংবা যােনিদ্বার শুষ্কশত পুরুষ জননেন্দ্রিয় যােনির মধ্যে প্রবিষ্ট হইতে পারে না। এই পীড়ার জন্য স্ত্রী স্বামীর নিকট যাইতে চায় না।

যােনিদ্বার সংকোচন জরায়ু বা যােনিদ্বার প্রদাহ প্রভৃতি নানাবিধ কারণে এই পীড়া হয়। তাই সঠিক কারণ অনুসন্ধান করিয়া হোমিওপ্যাথিক চিকিৎসা করিলে দ্রুত আরোগ্য লাভ করতঃ সুখী দাম্পত্ব জীবন গড়ে তোলা সম্ভব।

হোমিওপ্যাথিক চিকিৎসা

সিপিয়া (Sepia):—শান্ত স্বভাব, উদাসীন, বিষন্নতা, ক্রন্দনশীল রমণী, যাহারা প্রায়ই জরায়ু পীড়া ভােগে। যােনিদ্বার শুষ্কবশত স্বামী সহবাসে কষ্ট। কোন কোন স্ত্রীলােকদের সহবাসের ইচ্ছা একেবারেই থাকে না, ইত্যাদি লক্ষণে সিপিয়া অব্যর্থ।

সেবন বিধিঃ- শক্তি 30 বা 200 দিনে দুইবার। পুরাতন রােগে 1m বা আরাে উচ্চশক্তি।

লাইকোপােডিয়ম (Lycopodium): যৌনি পথ শুষ্কতার কারণে সহবাসে কষ্ট, সহবাসের পর জ্বালা যন্ত্রণা হইতে থাকে, লাইকোপােডিয়ম দিবেন উপকার পাইবেন।

সেবন বিধিঃ শক্তি 30 বা 200 দিনে দুইমাত্রা। পুরাতন রােগে 1m বা আরাে উচ্চশক্তি।

ক্রিয়ােজোট (Kreosotum): সহবাসকালে বা সহবাসের পর জরায়ু হইতে রক্তস্রাব হইলে ক্রিয়ােজোট অব্যর্থ মহৌষধ।

সেবন বিধিঃ শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুইমাত্রা। 

আর্জেন্ট নাইট (Argent Nit): ক্ষীণকায় কোটারাগত চোখ, মিষ্টি খাবার প্রবল আকাখা, গরম কাতর, এই ধাতুর রােগিনীদের সঙ্গমকালে কষ্ট, তৎপরে যােনিদ্বার দিয়ে রক্তস্রাব হইলে এই ঔষধ উপযােগী।

সেবন বিধিঃ– শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুইবার।

ফেরাম মেট (Ferum Met): রক্তশূন্য দুর্বল স্ত্রীলােকের সঙ্গমকালে ডিম্বকোষ ব্যথার কারণে স্বামী সহবাসে কষ্ট হইলে এই ঔষধ বিফল হয় না।

সেবন বিধিঃ– শক্তি 30 বা 200 দিনে দুইমাত্রা। 

হাইড্রোফোবিনম (Hydrophobinum): রমণীদের সঙ্গম ইচ্ছার অভাব যদিও সহবাসে। যায় জননেন্দ্রিয় টাটানি ব্যথার জন্য সহবাসে অনিচ্ছায় ইহা উপকারী।

সেবন বিধিঃ শক্তি- 30 বা 200 দিনে দুইমাত্রা। পুরাতন রােগে 1m বা 10m। 

বাইওকেমিক চিকিৎসা

নেট্রাম মিউর (Natrum Mur): —লবণ প্রিয়, গরমে কাতর, মেজাজ রাগী, সান্তনায় বৃদ্ধি এই | ধাতুর স্ত্রীলােকদের যােনিদ্বার শুষ্ক, স্বামী সহবাসে কষ্ট হইলে ইহা উপকারী।

সেবন বিধিঃ শক্তি 12x হইতে উচ্চশক্তি ৪ বড়ি একমাত্ৰা সকাল বিকাল দিনে দুইবার। হােমিওপ্যাথিক মতে 1m বা 10m উপকার পাইয়াছি। 

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থাঃ

ঈষৎ গরম জলদ্বারা যােনিদ্বার ধৌত করা ভাল। পুষ্টিকর জাতীয় আহার ব্যবস্থয়। 

শেয়ার করে ভালবাসা দেখান

3 Replies to “স্বামী সহবাসে কষ্ট, অনিচ্ছা বা রক্তস্রাব রােগের হোমিওপ্যাথিক চিকিৎসা”

  1. Dear Website Owner,

    I hope this email finds you well. I recently discovered your website and was impressed by the quality of your content and the helpful information you offer to your audience. In light of this, I would like to propose a backlink exchange that could benefit both our websites.

    My website, https://m.cheapestdigitalbooks.com/, is focused on providing affordable digital books to readers around the world. We currently have a strong online presence with a Domain Authority (DA) of 13, a Page Authority (PA) of 52, and a Domain Rating (DR) of 78. Our website features 252K backlinks, with 95% of them being dofollow, and has established connections with 5.3K linking websites, with 23% of these being dofollow links.

    I believe that a mutually beneficial backlink exchange could be of great value for both of our websites, as it may lead to an increase in website authority and improve our search engine rankings. In this collaboration, I am willing to add backlinks from my website using your desired keywords and anchor texts. In return, I would be grateful if you could include backlinks with my desired keywords and anchor texts on your website.

    I kindly request that you visit my website, https://m.cheapestdigitalbooks.com/, to get a sense of the potential benefits this partnership could bring to your site. I am confident that this collaboration will provide a win-win situation for both parties, and I look forward to learning more about your thoughts on this proposal.

    Thank you for considering my offer. I am excited about the potential growth this partnership may bring to our websites and am eager to discuss the details further. Please do not hesitate to reach out to me at your convenience.

    Best regards,

    David E. Smith
    Email: david@cheapestdigitalbooks.com
    Address: 3367 Hood Avenue, San Diego, CA 92117

  2. Good day! This is my first comment here so I just wanted to
    give a quick shout out and tell you I really enjoy reading through your articles.
    Can you suggest any other blogs/websites/forums
    that deal with the same topics? Appreciate it!

  3. hello there and thank you for your information – I’ve definitely picked up something new from right here.
    I did however expertise a few technical points using
    this site, since I experienced to reload the web site a lot of times previous
    to I could get it to load correctly. I had been wondering if your web host is OK?
    Not that I am complaining, but sluggish loading instances times will sometimes affect your placement in google and could damage your quality score if ads and marketing with Adwords.
    Anyway I’m adding this RSS to my e-mail and could look out for a lot more of your respective interesting
    content. Make sure you update this again soon.

Leave a Reply