গর্ভপাত বা অকাল প্রসবের কারণ ও প্রতিকার

গর্ভপাত (miscarriage) কাকে বলে ?

গর্ভপাত কাকে বলে বা গর্ভপাত’ জিনিসটা কি তা আগে জানা দরকার। গর্ভসঞ্চারের দিন থেকে প্রসবকাল পর্যন্ত মােট সময় লাগে ২৮০ দিন অর্থাৎ ৯ মাস ১০ দিন। যদি কোনাে কারণে এই সময়ের আগে ৬ মাসের মধ্যে শিশু বেরিয়ে আসে তাহলে তাকে বলে ‘গর্ভস্রাব’। আর ৭/৮ মাসের মধ্যে যদি এরকম ঘটে তাহলে তাকে অকাল প্রসব’ বলা হয়।

গর্ভপাত বা অকাল প্রসবের কারণঃ

গর্ভপাত বা অকাল প্রসব ঘটে থাকে কয়েকটি কারণে, যেমন—

  • মানসিক উত্তেজনা ।
  • শারীরিক দুর্বলতা।
  • পেটে চাপ লাগা বা আঘাত লাগা।
  • ভারী জিনিস তােলা।
  • গাড়িতে চড়ে দূরস্থানে যাওয়া।
  • উগ্র ধরনের জোলাপ গ্রহণ ।
  • সংক্রমণ।
  • টর্চ রোগের এক্সপোজার।
  • হরমোনের ভারসাম্যহীনতা।
  • আপনার জরায়ুর আস্তরণে নিষিক্ত ডিমের অনুপযুক্ত ইমপ্লান্টেশন।
  • বয়স।
  • জরায়ুর অস্বাভাবিকতা।
  • অযোগ্য সার্ভিক্স (গর্ভাবস্থায় আপনার জরায়ু খুব তাড়াতাড়ি খুলতে শুরু করে)।
  • জীবনযাত্রার কারণগুলি যেমন ধূমপান, অ্যালকোহল পান করা বা বিনোদনমূলক ওষুধ ব্যবহার করা।
  • লুপাসের মতো ইমিউন সিস্টেমের ব্যাধি।
  • গুরুতর কিডনি রোগ।
  • জন্মগত হৃদরোগ.
  • যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না।
  • থাইরয়েড রোগ।
  • বিকিরণ।
  • কিছু কিছু ওষুধ, যেমন ব্রণের ওষুধ আইসোট্রেটিনোইন (অ্যাকুটান)।
  • মারাত্মক অপুষ্টি।

গর্ভপাত বা অকাল প্রসবের আগে কিছু লক্ষণঃ

  • গর্ভপাত হবার আগে কিছু লক্ষণ দেখা দেয়। যেমন—
  • শ্লেষ্ম বা রক্ত বের হতে থাকে,
  • গর্ভস্থ বাচ্চা নীচের দিকে নেমে যাচ্ছে মনে হয়,
  • কোমরে ও তলপেটে ব্যথা প্রভৃতি।
https://www.youtube.com/watch?v=zr_5ydFDYtU

গর্ভপাত বা অকাল প্রসব প্রতিরোধের চিকিৎসা ও হোমিওপ্যাথিক ঔষুধ

এ রকম লক্ষণ দেখা গেলে গর্ভস্রাব যাতে না ঘটে তার জন্য চিকিৎসা করানাে দরকার। লক্ষণ বুঝে ওষুধ খাওয়ালে গর্ভস্রাব নিবারিত হতে পারে। 

  1. গর্ভস্রাব বা গর্ভপাতের লক্ষণ যদি ৩ মাসের মধ্যে দেখা যায় (অর্থাৎ শ্লেষ্ম বা রক্ত পড়ে, কোমরে বা তলপেটে ব্যথা হয় প্রভৃতি) তাহলে গর্ভিনীকে খাওয়াতে হবে—স্যাবাইনা ৩।
  2. ৪ মাস বা তার পরের মাসগুলিতে এ রকম লক্ষণ দেখা গেলে—সিকেলি ৩
  3. পেটে আঘাত লাগা বা চাপ লাগার কারণে এ রকম হলে—আর্নিকা ৩
  4. পেটে শূলবেদনার মতাে বেদনা হলে বা খামচে-খামচে ধরলে –ভাইবার্নাম অপি ৩x
  5. প্রসব-বেদনা ও মুছা লক্ষণে—পালস ৬। গর্ভস্রাব নিবারণের আর একটি উৎকৃষ্ট ওষুধ—সিকেলি ৩। 

গর্ভকালীন চিকিৎসা

শেয়ার করে ভালবাসা দেখান

One Reply to “গর্ভপাত বা অকাল প্রসবের কারণ ও প্রতিকার”

Leave a Reply