চর্মরোগের চিকিৎসা

চর্মরোগের চিকিৎসা

চর্মরোগ দেখা দেয় শরীরের ওপরের চামড়ায়। ব্যাহ্যিক চামড়ায় দেখা দেয় বলেই যে ছোটখাটো রোগ তা নয়। অনেক রোগ আছে যেগুলো ভেতরের রোগের বহিঃপ্রকাশ মাত্র। বাহিরের রোগ সহজেই সারতে চায় না। কিম্বা সারতে সময় লাগে অনেক দিন। ওপরের চামড়ার চর্মরোগগুলি ময়লা পরিস্কার করলেই সেরে যায়। কিন্তু ভেতরের রোগ রোগ ওভাবে সারানো যায় না, তার জন্য ওষুধ খেতে হবে নিয়মিত, বাইরেও ঔষুধ লাগাতে হবে। আবার অনেক সময় বাইরে থেকে মনে হয় রোগটি সেরে গেছে কিন্তু তখনও সারেনি-ভেতরে বর্তমান আছে রোগটি। ভেতরে অথ্যাৎ চামড়ার গভীরে যে সব চর্মরোগ হয় সেগুলি শ্বাসযন্ত্রকে পর্যন্ত আক্রমণ করে থাকে। এসব রোগকে ওষুধের দ্বারা আরও ভেতরে প্রবেশ করানো যায়, কিন্তু তার পরিণাম ভালো হয় না। এ অবস্থায় মৃত্যুও ঘটতে পারে। সুতরাং যে কোন চর্মরোগকে ওষুধের দ্বারা বাইরে বের করে আনতে হয়।

চর্মব্যাধিকে কেবল দেহাংশের ভিন্ন ব্যাদি মনে না করিয়া সারাদেহ মনের ব্যাধি বলে মনে করা উচিত।

ভাবাবেগ এবং পরিবেশের প্রবল প্রভাব থেকে চর্ম ব্যাধি উদ্ভব ও তাহার পরিণাম নির্দেশনায় । 

চর্মরোগের চিকিৎসা কেবলমাত্র লক্ষণের উপশম ঘটানই বড় কথা নয়, ব্যাধি সৃষ্টিতে উদ্দীপকের কাজ করিতেছে যে কারণ তত্ত্ব, তাহাকে উদ্ঘাটন করাও চিকিৎসকের দায়িত্ব 

চর্ম ব্যাধির আক্রান্ত স্থানে পরীক্ষার জন্য মূল্যবান যন্ত্রের দরকার হয় না। প্রচুর আলো এবং বড় করিয়া দেখার জন্য একটি ম্যাগনিফাইং গ্লাস চর্মব্যাধি পরীক্ষার জন্য যথেষ্ট। ব্যাধির ইতিহাস গ্রহণ, বিশেষ করে রোগীর পেশা এবং পরিবেশের ইতিহাস লওয়া খুবই বৈশিষ্ট্যপূর্ণ। কিছু সংখ্যক রোগীর ক্ষেত্রে রোগ নির্ণয়ক বিশেষ পরীক্ষার প্রয়োজন হয়। এই সকল ক্ষেত্রে একজন বিজ্ঞ রোগতত্ত্ববিদের সাহায্য লওয়া প্রয়োজন হইতে পারে। 

কোন খাবার জিনিসে সংবেদনশীলতা যদি ব্যাধির কারণ বলে সন্দেহের অবকাশ থাকে, তবে সেই নির্দিষ্ট দ্রব্যটিকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হইবে। জানা না থাকিলে গরুর মাংস, ইলিশ, চিংড়ী মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম, কচু, বেগুন, সাগর কলা, আনারস, লিচু প্রভৃতি খাবার বাদ দিতে হইবে। স্পর্শ জনিত চর্ম ব্যাধিরত প্রদাহে সাধারণত যে সকল বস্তুকে দোষীবলে সন্দেহ করা উচিত তাহার মধ্যে সাবান, তেল, ডেটল, নাইলন মোজা বা কাপড়, প্লাষ্টিক সেন্ডেল ও পশমী কাপড় অন্যতম । 

চর্মরোগের চিকিৎসাঃ

চর্মরোগ চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। হেল্থ কেয়ার হোমিও ক্লিনিক এ রয়েছে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার। যার আপনার সমস্যাকে চিরতরে নির্মূল করার সু-চিকিৎসা নিশ্চিত করবে।

শেয়ার করে ভালবাসা দেখান

Leave a Reply